‘মলম বিতর্কে’ শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার
বর্ডার-গাভাস্কার সিরিজের শুরুটা মোটেও ভালো হয়নি সফরকারী অস্ট্রেলিয়ার। নাগপুরে প্রথম টেস্টে মাত্র আড়াই দিনে ইনিংস ও ১৩২ রানে হারের লজ্জা পেতে হয় অসিদের। ফলে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল স্বাগতিক ভারত। টেস্ট জিতলেও বিতর্কের মুখে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
সদ্য সমাপ্ত টেস্টে অসি ব্যাটারদের বেশ ভালোভাবেই ভুগিয়েছেন জাদেজা। নাগপুর টেস্টে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত। তবে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেও বিতর্কের মুখে এই ক্রিকেটার।
গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ম্যাচের প্রথম দিনে হাতে মলমের মতো কিছু একটা লাগাতে দেখা যায় জাদেজাকে। ক্যামেরায় স্পষ্ট দেখা না গেলেও জাদেজা যে হাতে কিছু একটা লাগাচ্ছিলেন তা বোঝা যাচ্ছিল। পরে প্রথম দিনেরর খেলা শেষে রবীন্দ্র জাদেজা ও অধিনায়ক রোহিত শর্মাকে ডেকে পাঠান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
এইসময় রোহিত জানান, ‘জাদেজার হাতে ব্যথা থাকায় তিনি মলম লাগিয়েছেন। তারা নিষিদ্ধি কোনো ওষুধ বা অন্যকিছু লাগিয়ে বল বিকৃতির কোনো চেষ্টা করেননি।’ পরে পাইক্রফট জানান, ‘শুধুমাত্র ঘটনাটির ভিডিও দেখানোর জন্য তিনি তাদেরকে ডেকেছেন। আর কিছু নয়। তার শাস্তি দেওয়ার কোনো উদ্দেশ্য নেই।’
অস্ট্রেলিয়ার গনমাধ্যম ফক্স ক্রিকেট ম্যাচের সেই মুহূর্তের ঘটনাটির ভিডিও প্রকাশ করে বল টেম্পারিং করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে। ক্রিকইনফো জানিয়েছে, ‘এই ঘটনায় অস্ট্রেলিয়া দলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে নিয়ম অনুযায়ী কোনো অভিযোগ ছাড়াই ঘটনাটি স্বাধীনভাবে তদন্ত করতে পারেন ম্যাচ রেফারি।’ এই বিষয়ে ক্রিকেটের আইন বলছে, বোলার হাতে কোনো কিছু মাখতে চাইলে আম্পায়ারের অনুমতি নিতে হবে। মূলত বলের কন্ডিশন ঠিক রাখতেই এমন নিয়ম।
মলম বিতর্কে জাদেজাকে শাস্তি দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে আইসিসি।
নাগপুর টেস্টে অশ্বিন-জাদেজার স্পিন ঘূর্ণিতে দিশেহারা অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১১৭ ও দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। অন্যদিকে স্বাগতিক ভারত প্রথম ইনিংসে ৪০০ রান করেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামী ১৭ই ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে এই ভারত-অস্ট্রেলিয়া।