লিলি কিংকে হারিয়ে আলাস্কার ইতিহাস
নারীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ইতিহাস গড়ল আলাস্কার প্রতিযোগী লিডিয়া জ্যাকবি। এই ইভেন্টে ফেভারিট তাতিয়ানা শোয়েনমেকার কিংবা লিলি কিংকে হারিয়ে স্বর্ণ জিতে নিয়েছেন ১৭ বছর বয়সী আলাস্কার সাঁতারু জ্যাকবি। আলাস্কার ইতিহাসের প্রথম প্রতিযোগী হিসেবে অলিম্পিক খেলছেন এই তরুণী।
জ্যাকবির চেয়ে এই ইভেন্টে অনেক বেশি এগিয়ে ছিলেন তাতিয়ানা শোয়েনমেকার ও লিলি কিং। ২০১৬ সালের ডিসেম্বরের পর থেকে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের কোনো ফাইনালে হারেননিই লিলি কিং। সেই লিলি কিংই হেরে গেলেন। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ জিতেছেন তিনি। শোয়েনমেকার রুপা জিতেছেন।
গত ২০ বছর ধরে কেটি লেডেকি ও মিসি ফ্রাঙ্কলিনই যুক্তরাষ্ট্রের সাঁতারে দাপট দেখিয়েছেন। তাঁদের দুজনের পর যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বকনিষ্ঠ অলিম্পিক সাঁতারু হিসেবে সোনা জিতে চমকে দিয়েছেন জ্যাকবি।
এর আগে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের কিংবদন্তি লেডেকিকে হারিয়ে টোকিও অলিম্পিকে ৪০০ মিটার ফ্রি-স্টাইলের স্বর্ণ নিজের করে নিয়েছেন টিটমাস।
টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে ৩ মিনিট ৫৬ দশমিক ৬৯ সেকেন্ড সময়ে সেরা হয়েছেন টিটমাস। অন্যদিকে, গত অলিম্পিকে স্বর্ণ জেতা লেডেকির লেগেছে ৩ মিনিট ৫৭ দশমিক ৩৬ সেকেন্ড। দ্বিতীয় হয়ে রুপা জিতেছেন তিনি।
চীনের সাঁতারু বিংজি লি জিতেছেন ব্রোঞ্জ। তাঁর সময় লেগেছে ৪ মিনিট এক দশমিক শূন্য ৮ সেকেন্ড। অবশ্য এই সময়েই এশিয়ার হয়ে রেকর্ড গড়েছেন তিনি।