হতাশায় অনুশীলনেই কাঁদলেন এনামুল
বিসিবি প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দুই টুর্নামেন্টেই ব্যাট হাতে ব্যর্থ এনামুল হক বিজয়। ধারাবাহিক ব্যর্থতার কারণে চলতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে জেমকন খুলনার নিয়মিত একাদশ থেকে বাদ পড়েন তিনি। এই খারাপ সময়ের মাঝেই আজ শনিবার দলের অনুশীলনে কোচের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। ঝামেলার এক পর্যায়ে অনুশীলনে কেঁদেই ফেললেন উইকেটকিপার এই ব্যাটসম্যান।
খুলনার একাদশে প্রথম চার ম্যাচে সুযোগ পান এনামুল। চার ম্যাচে টপ অর্ডারে সুযোগ পেয়ে মাত্র ৪১ রান করেন তিনি। দলের পঞ্চম ম্যাচে তাঁর বদলে সুযোগ পাওয়া জাকির হাসান প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করে দলকে জয় উপহার দেন। এরপর থেকে জাকিরই হয়ে উঠেছেন একাদশের নিয়মিত মুখ।
স্বাভাবিকভাবে দলের নেট সেশনে সম্ভাব্য মূল একাদশের খেলোয়াড়দেরই আগে অনুশীলন করার সুযোগ দেওয়া হয়। সেখানেই বাধে বিপত্তি। আজ বিসিবির একাডেমি মাঠে অনুশীলন নিয়ে কোচ মিজানুর রহমানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন এনামুল।
এদিন নেটে আগে অনুশীলনে পাঠানো হয় জাকির ও ইমরুল কায়েসকে। নতুন বলে পেসাররা ছিলেন তখন নেটে। এনামুলও হয়ত চাইছিলেন সেশনের শুরুতেই ব্যাটিংয়ে নামতে। কিন্তু ম্যাচের মূল একাদশের পরিকল্পনায় না থাকায় সুযোগ হয়নি। এ কারণে কোচের সঙ্গে কথার যুদ্ধে জড়িয়ে পড়েন তিনি। হতাশ হয়ে কেঁদেই ফেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এক পর্যায়ে দলের ম্যানেজার নাফিস ইকবাল এসে পরিস্থিতির সামাল দেন। কোচের কাছ থেকে এনামুল দূরে নিয়ে বোঝাতে দেখা যায় ম্যানেজারকে।