ছেত্রীর গোলে ভারতের কাছে হারল বাংলাদেশ
এশিয়ান গেমস ফুটবলে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে পয়েন্ট পাওয়াটা জরুরি ছিল বাংলাদেশের। তবে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীই গড়ে দিলেন পার্থক্যটা। শেষ দিকে এসে তার গোলেই ভেস্তে গেল বাংলাদেশের টিকে থাকার লড়াই।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চীনের হাংজুতে জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে এশিয়ান গেমসে ১-০ ব্যবধান হারতে হয় বাংলাদেশকে। স্পটকিক থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী।
ম্যাচের ১১তম মিনিটে সহজ এক হেডে সুযোগ হারান ভারত অধিনায়ক। ভারতের আক্রমণে এই অর্ধে বলতে গেলে তেমন বলই পায়নি বাংলাদেশ। এরপর ২৮তম মিনিটে ফাহিমের গড়ানো শট তালুবন্দী করেন ভারতীয় গোলরক্ষক ধীরাজ সিংহ। এর আগে ভারত কয়েকবার চেষ্টা করে বাংলাদেশের বক্সে ঢুকলে গোলকিপার মিতুল মার্মা দারুণ সেভ করেন।
প্রথমার্ধে রক্ষণাত্মক খেলা বাংলাদেশ কৌশলে পরিবর্তন আনে দ্বিতীয়ার্ধে। এই অর্ধে ভারতের চেয়ে বরং বেশিই বলের নিয়ন্ত্রণ রেখেছে লাল-সবুজ ফুটবলাররা। সুযোগও এসেছিল ম্যাচের ৫৫তম মিনিটে। ভারতীয় গোলরক্ষক ধীরাজ সিংহ এর ভুলকে কাজে লাগিয়ে গোল আদায় করতে পারেননি সুমন রেজারা।
৭৬তম মিনিটে বাংলাদেশ এগিয়ে যেতে পারতো। জনি একজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে গোলকিপারের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন। ম্যাচ যখন পয়েন্ট ভাগাভাগির দিকে যাচ্ছিল সেই সময় ভারত গোল পায়। ৮২তম মিনিটে ব্রাইস মিরান্ডাকে বক্সে ফেলে দেন বাংলাদেশ অধিনায়ক রহমত মিয়া। পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
সুনীল ছেত্রী স্পট কিক থেকে ঠিকই জাল কাঁপান। যদিও বলের লাইনে ঝাঁপালেও গোলকিপার মিতুল মার্মা অল্পের জন্য নাগাল পাননি। বাকি সময়ে বাংলাদেশ চেষ্টা করেও পারেনি গোল শোধ করতে। ২৪ সেপ্টেম্বর চীনের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে, কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব–১৯ ফুটবলে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা।