র্যাঙ্কিংয়ে উন্নতি জ্যোতি-ফারজানাদের
পাকিস্তানের বিপক্ষে দারুণ একটি সিরিজ কেটেছে বাংলাদেশ নারী দলের। ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুটি সিরিজই জিতেছে বাংলাদেশ। ব্যাট-বল হাতে দারুণ ছন্দে ছিলেন জ্যোতি-ফারজানা-ফাহিমারা। ভালো খেলার স্বীকৃতিও মিলেছে।
আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ নারী দলের বেশ কয়েকজন ক্রিকেটারের।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন দলকে। ওয়ানডেতে নারী ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে জ্যোতি আছেন ২৮ নম্বরে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন ফারজানা হক। দুই ধাপ এগিয়ে তিনি আছেন ১৬ নম্বরে।
বোলিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। পাকিস্তান সিরিজে চমৎকার বোলিং করা রাবেয়া এগিয়েছেন চার ধাপ। ৬৮ নম্বরে থেকে সিরিজ শুরু করা রাবেয়ার বর্তমান অবস্থান ৬৪তম। সবচেয়ে বড় লাফ দিয়েছেন আরেক বোলার ফাহিমা খাতুন। ছয় ধাপ এগিয়ে তিনি আছেন ৬৩ নম্বরে।
পাকিস্তানের বিপক্ষে শেষ হওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটি সিরিজেই বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে।