অল্পতে শেষ পাকিস্তান, জিততে বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য
রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। পঞ্চম ও শেষদিনে প্রথম দুই সেশন নিজেদের করে নিয়েছে নাজমুল শান্তর দল। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১১৭ রানের লিড তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। সাকিব-মিরাজদের বোলিং তোপে পাকিস্তানকে গুটিয়ে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ।
আজ রোববার (২৫ আগস্ট) পঞ্চম দিনে ব্যাট করতে নেমে ৫৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৬ রান তোলে পাকিস্তান। জয়ের জন্য বাংলাদেশের চাই ৩০ রান। শান্তদের সামনে সুযোগ প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে টেস্ট জেতার।
দিনের শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলেন হাসান মাহমুদ। দিনের দ্বিতীয় ওভারেই শান মাসুদকে ফেরান হাসান। ব্যাক অফ লেন্থ ডেলিভারিতে ক্যাচ আউট এর আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন অধিনায়ক শান্ত। পরবর্তীতে দেখা যায় বল ব্যাট লেগেছে। ৩৭ বলে ১৪ রান করে ফেরেন তিনি।
এরপর আক্রমণে আসেন পেসার নাহিদ রান। দলীয় ৬৬ রানের মাথায় নাহিদ রানার বলে বোল্ড হয়ে ফেরেন বাবর আজম। ৫০ বলে ২২ রান করে ফেরেন তিনি। নাহিদের পর বোলিং আক্রমণে এসেই দুই উইকেট নেন সাকিব আল হাসান। আর তার সঙ্গে যোগ দেন আরেক স্পিনার মেহেদী মিরাজ।
মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১০৮ রা তুললেও বিরতির পরই মিরাজ-সাকিবের বোলিংয়ের সামনে প্রতিরোধই গড়তে পারেনি লেজের সারির ব্যাটাররা। রিজওয়ান শেষ দিকে চেষ্টা করলেও তাকে সঙ্গ দিতে পারেননি শেষের ব্যাটাররা। যার ফলে ১৪৬ রানে থামতে হয় স্বাগতিকদের। দলটির হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন রিজওয়ান। বাংলাদেশের হয়ে মিরাজ ৪টি ও সাকিব ৩ টি উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রেসে টিকে থাকার জন্যেও বেশ গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত ১৩ টেস্ট খেলে পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ১২টি ম্যাচ হেরেছে ও ১টিতে ড্র করেছে টাইগাররা। ২০১৫ সালে ঘরের মাঠে হওয়া একমাত্র ড্র’টি পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত সেরা সাফল্য বাংলাদেশের। দু’দলের মধ্যকার সর্বশেষ টেস্টে পাকিস্তানের মাটিতে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।