কেন ভারত সিরিজের দলে নেই শরিফুল?
ভারত সফরের জন্য পুরোদমে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। তপ্ত রোদে প্রতিদিন চলছে অনুশীলন। পাকিস্তান সিরিজ জিতে বাংলাদেশের আত্মবিশ্বাস বেশ তুঙ্গে। মিশন এবার ভারত। আসন্ন টেস্ট সিরিজের জন্য আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চমক হিসেবে টেস্ট দলে প্রথমবার জায়গা পেয়েছেন জাকের আলী অনিক। তবে, রাখা হয়নি শরিফুলকে। দেওয়া হয়েছে বিশ্রাম। দেশের অন্যতম সেরা এই পেসারকে দলে না রাখার পেছনে মূল কারণ চোট। পাকিস্তান সিরিজে কুঁচকির চোটে পড়েছিলেন তিনি। ফলে, খেলতে পারেননি দ্বিতীয় ও শেষ টেস্টে।
ধারণা করা হচ্ছিল, মিরপুরে চলমান অনুশীলন ক্যাম্পে পুরোপুরি সেরে উঠবেন শরিফুল। দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন তিনি। কিন্তু, এখনও সম্পূর্ণ সুস্থ হতে পারেননি। আর সপ্তাহখানেক লাগবে ফিট হতে। যে কারণে তাকে নিয়ে ঝুঁকি নেয়নি বিসিবি।
জানা গেছে, টেস্ট সিরিজে না খেললেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন শরিফুল। এর মাঝে সেরে উঠবেন বলেই আশা করছেন সংশ্লিষ্টরা। টেস্ট সিরিজ শেষ হলে ভারতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
ভারত সফরের উদ্দেশে আগামী ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে।
ভারত সিরিজে বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।