পৃথ্বী শ—দারুণ প্রতিভার নিদারুণ অপচয়!
সময়টা ২০১৮, ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে জেতেন বিশ্বকাপ শিরোপা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ছয় মাসের ব্যবধানেই গায়ে জড়ান জাতীয় দলের জার্সি। সুযোগ পান আইপিএলেও। বয়সভিত্তিক দলে তার ব্যাটিং নৈপুণ্য ছিল বিস্ময় জাগানিয়া। কেউ কেউ তো তাকে ভারতের পরবর্তী শচীন হিসেবেও দেখছিল। কিন্তু সময়ের সাথে বদলেছে দৃশ্যপট, সেই প্রতিভাবান ক্রিকেটারই এখন বাতিলের খাতায়। বলছি ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ এর কথা।
বয়স সবে মাত্র ২৫ হলেও এরই মধ্যে হারিয়ে যেতে বসেছেন পৃথ্বী। এর জন্য দায়ী পৃথ্বীর বিশৃঙ্খল জীবনযাপন ও অলসতা। ২০১৮ সালে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে শোরগোল ফেলে দেন পৃথ্বী। এরপর থেকেই কখনও ফিটনেস ইস্যু তো কখনও বিশৃঙ্খল জীবনযাপন; নিজের ক্যারিয়ারের সর্বনাশটা করেছেন পৃথ্বী নিজেই। এছাড়া সারারাত পার্টিতে ব্যস্ত থাকতেন বলেও আছে অভিযোগ। যার বড়সড় প্রভাব পড়ে তার ব্যাটিংয়ে।
আগ্রাসী ব্যাটিংয়ে লাইমলাইটে আসলেও পৃথ্বী’র আন্তর্জাতিক ক্যারিয়ার স্থায়ী হয়নি। মাত্র ৫টি টেস্ট খেলেছেন। ৬ ম্যাচে থমকে গেছে ওয়ানডে ক্যারিয়ার। একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মেরেছেন ডাক। অথচ তার ঘরোয়া পারফরম্যান্সের দিকে তাকালে চোখ কপালে উঠতে বাধ্য। ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচে তার রান সাড়ে চার হাজারের ওপর। ১৩ সেঞ্চুরির মধ্যে আছে ট্রিপল সেঞ্চুরিও। তার ক্যারিয়ার সেরা ইনিংস ৩৭৯ রানের। লিস্ট ‘এ’ অর্থাৎ ওয়ানডে ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা ২৪৪! ৬৫ ম্যাচে ১০ সেঞ্চুরি ও ১৪ ফিফটি করেছেন। অথচ সেই ক্রিকেটারই কিনা বর্তমানে ভারতীয় দলে নিজের জায়গা হারিয়েছেন। এমনকি আইপিএলেও রইলেন উপেক্ষিত।
পৃথ্বী শ এর বর্তমান পারফরমেন্স খুবই হতাশাজনক। কদিন আগে রঞ্জি ট্রফিতে সুযোগ পেয়েছিলেন। রঞ্জি চ্যাম্পিয়নদের হয়ে খেলতে গেলে যে কমিটমেন্ট প্রয়োজন, তার ছিটেফোটাও দেখা যায়নি। যা হতাশ করে নির্বাচকদের পাশাপাশি টিম ম্যানেজমেন্টকে। সেই কারণে তাকে ফিটনেসে মনোযোগ দিতে বলে মুম্বাই দল থেকে বাদ দেওয়া হয়েছিল।
ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার জন্য ১৪ দিনের ফিটনেস ক্যাম্পে পাঠানো হয়েছিল তাকে। অথচ সেখানেই দেখা যায় বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টিতে ব্যস্ত তিনি। তার এমন খামখেয়ালিপনায় বিরক্ত ক্রিকেট সংশ্লিষ্টরা। এভাবে চলতে থাকলে আগামীতে ঘরোয়া ক্রিকেটেও সুযোগ মিলবে কিনা পৃথ্বীর, তা নিয়েও জেগেছে শঙ্কা।
অথচ, পৃথ্বীর অধিনায়কত্বে খেলা শুভমান গিল, অভিষেক শর্মারা আইপিএলের পাশাপাশি জাতীয় দলের হয়ে ব্যাট হাতে প্রতিনিয়ত ঝড় তুলছেন। কেউ ভাবেনি বিশ্বকাপজয়ী একজন অধিনায়কের পরিণতি এমন হবে। পরিশেষে এটা বলাই যায়, শুধু প্রতিভা নয় সাফল্যের চূড়ায় পৌঁছাতে শৃঙ্খলার যে কোনো বিকল্প নেই, তা হয়তো একদিন উপলব্ধি করবেন পৃথ্বি।