গরমে বিছানার চাদর কেন বদলানো উচিত?

গ্রীষ্মকালে রোদের প্রখর তাপ ও অতিরিক্ত গরমে দুঃসহ হয়ে উঠেছে মানুষের জীবন। এই গরমে শরীরের যেমন যত্ন নিতে হবে, তেমনি যত্ন নিতে হবে নিত্যদিনের ব্যবহার্য জিনিসপত্রেরও। আমাদের ঘরের নিত্যব্যবহার্য জিনিসের মধ্যে অন্যতম হচ্ছে- বিছানার চাদর ও বালিশের কভার।আর বিছানার চাদর ও বালিশের কভার প্রতিদিন ব্যবহার করার কারণে এগুলো খুব দ্রুত ময়লা হয়ে যায়। এতে গায়ের ঘাম লাগে, শরীরের মৃতকোষ, তেল এগুলো জমে। তাই বিছানার...