আনন্দময় সুন্দর দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা : এনটিভির চেয়ারম্যান
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির যাত্রা শুরু ২০০৩ সালের ৩ জুলাই। দেখতে দেখতে চ্যানেলটি ২২ বছরে পদার্পণ করেছে। এই শুভক্ষণে দর্শক-শ্রোতা ও পাঠকের ভালোবাসাই প্রমাণ করে সঠিক পথেই আছে এনটিভি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সঠিক তথ্য সরবরাহে দৃঢ়প্রত্যয়ী এনটিভি। এই আনন্দের ও সুন্দর দিনে চ্যানেলটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটর, শিল্পী-সাহিত্যিক ও দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা জানিয়ে উৎসাহিত করায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ‘বিসমিল্লাহির রহমানির রাহিম, আজ ৩ জুলাই। আপনাদের আমাদের সবার প্রিয় এনটিভির জন্মদিন। আজকের এ শুভ জন্মদিনে আমি এনটিভি পরিবারের পক্ষ থেকে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহর রহমতে ও আপনাদের সবার সহযোগিতায় ২১ বছর পার হয়ে এনটিভি আজকে ২২ বছরে পদার্পণ করেছে। আজকের এ শুভ জন্মদিনে আমি স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটর, শিল্পী- সাহিত্যিকসহ বিভিন্ন পর্যায়ে যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন এই চলার পথে। আমি শ্রদ্ধাভরে কৃতজ্ঞতা জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবর্গ, সাংবাদিক, সাহিত্যিক সবার প্রতি।’
এনটিভির চেয়ারম্যান আরও বলেন, ‘আজকে আপনারা জানেন একটি আনন্দের দিন, সুন্দর দিন এনটিভির জন্মদিন। জন্মদিনে আমি আবারও বলতে চাই আজকের এ চলার পথে যারা আমাদের সহযোগিতা করেছেন, আমাদের বিভিন্নভাবে উৎসাহিত করেছেন, বিশেষ করে আমি বলতে পারি আমাদের এনটিভি যে টেলিভিশন চ্যালেনটি নিয়ে দেশে-বিদেশে বাংলা ভাষাভাষী রয়েছে, আমরা সবাই গর্ব করে থাকি। আপনার জানেন, আমাদের এ টেলিভিশন চ্যানেল শুধু টেলিভিশন চ্যানেল না; আমরা মনে করি, দেশের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। সেটা মাথায় রেখে শুধু অনুষ্ঠান বা সংবাদ নয়, বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এনটিভি জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। কারণ, এনটিভি মনে করে, এনটিভি এ দেশের জনগণের টেলিভিশন চ্যানেল, আপনাদের টেলিভিশন। তাই আপনাদের সুখে-দুঃখে আমরা আপনাদের পাশে থাকতে চাই। যেমনভাবে আপনারা গত ২১ বছর আমাদের পাশে থেকেছেন।’
এনটিভির চেয়ারম্যান বলেন, ‘আপনারা আরও শুনে আনন্দিত হবেন, আপনাদের এ প্রিয় টেলিভিশন চ্যানেল সবসময় চেষ্টা করে থাকে—কীভাবে নতুন নতুন প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারি। সেটি মাথায় রেখে আমরা সবসময় আমাদের চ্যানেলটি আপডেট করতে থাকি।’
এক ঝাঁক দক্ষ কর্মীর মেধা ও শ্রম আজকে এনটিভিকে এ পর্যায়ে নিয়ে এসেছে জানিয়ে আলহাজ্ব মোসাদ্দেক আলী বলেন, ‘আপনারা জেনে আনন্দিত হবেন, আপনাদের এ প্রিয় টেলিভিশন চ্যানেলে এক ঝাঁক দক্ষ কর্মী আছেন, যারা বিভিন্নভাবে আপনাদের সহযোগিতা করে থাকেন। বিশেষ করে আমি বলব—তাদের মেধা, শ্রম আজকে এনটিভিকে এ পর্যায়ে নিয়ে এসেছে। আমি আমার ব্যক্তিগত এবং আমাদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমি আবারও আমাদের এ কর্মীবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।
আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী আরও বলেন, “আপনারা জানেন, আপনাদের এ প্রিয় টেলিভিশনে একটি বিরাট নিউজ গ্রুপ- দক্ষতা, অভিজ্ঞতা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। সব সময় তারা আপনাদের চাহিদা মতো দেশ-বিদেশের সত্য সংবাদ সবার আগে কীভাবে উপস্থাপন করা যায়, সেটি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আপনারা আরও জানেন, আপনাদের প্রিয় এ টেলিভিশন চ্যানেলে নিউজ বিভাগ ছাড়াও প্রোগ্রাম বিভাগ আছে। তারা সবসময় চিন্তা করে দেশের সংস্কৃতিকে তুলে ধরে, সবাই মিলে কীভাবে অনুষ্ঠান দেখতে পারে সেটি নিয়ে কাজ করে যাচ্ছে। সব ধরনের অনুষ্ঠান আয়োজনে সময় আমরা এ বিষয়টি লক্ষ রাখি। দেশে-বিদেশে যারা আমাদের পাঠক রয়েছেন তারা যাতে সব সংবাদ নির্ভুলভাবে দ্রুত জানতে পারেন, সেজন্য আমাদের অনলাইন বিভাগ কাজ করে যাচ্ছে। যারা নানা কাজে ব্যস্ত থাকেন তাদের কথা চিন্তা করে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন- ফেসবুক, ইউটিউব, টুইটার (এক্স), ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে অনুষ্ঠান প্রচার করছি। আপনারা যাতে আমাদের অনুষ্ঠান সরাসরি অথবা অবসর সময়েও দেখতে পারেন সেভাবে উপস্থাপন করছি।”
২১ বছরে এনটিভি বিভিন্ন প্রোগ্রাম করেছে জানিয়ে চ্যানেলটির চেয়ারম্যান বলেন, “আমরা ক্লোজআপ ওয়ান, রান্নার প্রোগ্রাম, পিএইচপি কুরআনের আলো, বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম করেছি। আমাদের দীর্ঘ ২১ বছরের এ চলার পথে করোনাসহ বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন জনকে হারিয়েছি। বিশেষ করে এ বছর আমাদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিকে আমরা হারিয়েছি। তিনি হলেন, পিএইচপি কুরআনের আলোর প্রতিষ্ঠাতা মাওলানা মো. ইউসুফ ভাই। তিনি দীর্ঘ সময় আমাদের সঙ্গে ছিলেন। তিনি দেশের জন্য কাজ করেছেন, ইসলামের খেদমত করেছেন, আমাদের টিভির জন্য, দর্শকদের জন্য কাজ করেছেন। আমরা এ বছর রমজানের আগে তাঁকে হারিয়েছি। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।”
“আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করব, আপনাদের যে টেলিভিশন চ্যানেল ২০০৩ সালের ৩ জুলাই থেকে শুরু করে আজ পর্যন্ত আপনাদের ভালোবাসা, সহযোগিতা, পরামর্শে চলে আসছে, আগামী দিনগুলোতেও আশা করছি, আপনারা আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, পরামর্শ দেবেন। কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ধরিয়ে দেবেন। আমরা যেন আগামী দিনে আপনাদের চাহিদা মতো নিউজ, প্রোগ্রাম সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আমাদের নিউজ, প্রোগ্রাম, অনলাইন ছাড়াও বিভিন্ন বিভাগ কাজ করে। অনেকে সাপোর্টিং টিম হিসেবে কাজ করে থাকে। আমাদের টিম দিনরাত ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে। কীভাবে আপনাদের সত্য, সুন্দর নিউজ, প্রোগ্রাম উপহার দেওয়া যায় সেটার চেষ্টা করে।”
বাণীতে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ‘আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কর্মী ভাইদের জন্য দোয়া করবেন, আমরা যেন আগামীদিনেও আপনাদের সেভাবেই আনন্দ দিতে পারি, খুশি করতে পারি, আপনাদের নিউজ, অনুষ্ঠান দিয়ে আপনাদের সবসময় দেশ ও দেশের বাইরের তথ্যের আপডেট দিতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।’