এবার নিজ গ্রামের অসচ্ছল মানুষের পাশে মিষ্টি
ঢাকায় মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করেছেন নায়িকা মিষ্টি জান্নাত। চলচ্চিত্র শিল্পী সমিতিতে দিয়েছেন অসচ্ছল শিল্পীদের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এবার নিজের জন্মভূমি খুলনায় অসচ্ছল মানুষের হাতে তুলে দিলেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
মিষ্টি জান্নাতের সঙ্গে রয়েছে তাঁর টিম ‘বিয়িং হিউম্যান ডক্টর গ্রুপ’-এর সদস্যরা। এক হাজার পরিবারকে সহায়তা করেছেন তাঁরা। এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘আমরা খুঁজে খুঁজে দরিদ্র মানুষকেই সহায়তা করছি, যাতে প্রকৃত ভুক্তভোগীদের উপকার হয়। করোনাভাইরাসের কারণে সবাই ঘরে আটকে আছেন। বিশেষ করে যারা দিন আনে দিন খায়, তারা পড়েছে বিপদে। তাদের সহায়তা করার জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি।’
মিষ্টি জান্নাত আরো বলেন, ‘আমরা ক্ষুদ্র মানুষ। ইচ্ছে থাকলেও বিশাল কিছু করে দেখানোর সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে সাধ্যের মধ্যে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এমন হাজার হাজার মানুষ না খেয়ে আছে। আমরা জানি না, আসলে এমন অবস্থা কত দিন চলবে। আমাদের এলাকায় অনেক সচ্ছল মানুষ আছে, যারা অনেক টাকার মালিক। তাদের অনুরোধ করব, আপনারা অসচ্ছল মানুষের পাশে দাঁড়ান। তা না হলে মানুষ করোনার চেয়ে না খেয়ে মরবে বেশি।’
এর আগে নিজের ফ্যাশন হাউস ও রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছেন মিষ্টি জান্নাত। ২৫ কর্মচারীকে অগ্রিম বেতন দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। শুধু নায়িকা নন, মিষ্টি জান্নাত দন্ত্যচিকিৎসকও। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তুই আমার রানি’। ছবিটি গত বছর মুক্তি পায়। মিষ্টি জান্নাত অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। দেশের পাশাপাশি ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন।