জন্মদিনের আগে সাপে কাটল সালমান খানকে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/12/26/salman_khan_c.jpg)
বলিউড সুপারস্টার সালমান খান। ছবি : সংগৃহীত
বলিউড সুপারস্টার সালমান খানকে সাপে কেটেছে। তাঁর প্যানভেল ফার্মহাউসে এমন ঘটনা ঘটে। এর পর সালমান খানকে হাসপাতালে নেওয়াও হয়েছিল।
টাইমস অব ইন্ডিয়ার খবর, আজ সকালে অবিষধর সাপে কেটেছিল সালমান খানকে। এর পর চিকিৎসার জন্য মুম্বাইয়ের এম জি এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলিউড ভাইজানকে। সকাল ৯টায় হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে ভালো আছেন অভিনেতা।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/12/26/270206835_10159110095764213_1110910352478507843_n.jpg 687w)
আগামীকাল ২৭ ডিসেম্বর ৫৭ বছরে পা রাখছেন সালমান খান। জন্মদিন উপলক্ষে প্যানভেল ফার্মহাউসে অবস্থান করছেন এই বলি-সুপারস্টার। বেশ কয়েকটি সিনেমা পাইপলাইনে রয়েছে এ সুপারস্টারের।