আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে : জেসিয়া

‘আমার পরিচিতরা সবাই জানেন, আমার আক্যাউন্ট হ্যাক হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জেসিয়া ইসলাম অ্যাকাউন্ট থেকে যে স্ট্যাটাস দেওয়া হয়েছে সেটা মিথ্যা।’ কথাগুলো এনটিভি অনলাইনকে বলেছেন জেসিয়া ইসলাম।
জেসিয়ার হ্যাক হওয়া আইডি থেকে অভিনেতা সালমান প্রসঙ্গে একটা স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘তুমি আমার সঙ্গে যা করেছ, আমি কখনো তোমাকে ক্ষমা করব না। তুমি যেমন অন্য মেয়েদের মন নিয়ে খেলছ, ঠিক তেমনি আমার মন নিয়েও খেলেছ। এসব বন্ধ কর সালমান। আর কত?’
স্ট্যাটাসটি দেখার পর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেন তিনি।
এনটিভি অনলাইন : আপনি দাবি করছেন, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে?
জেসিয়া ইসলাম : সত্যি, আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। দীর্ঘদিন হলো অন্য কেউ আমার আইডি ব্যবহার করছে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হওয়ার পর আমার ফেসবুক আইডি বারবার হ্যাক হয়েছে। আমি এখন নতুন একটা আইডি খুলেছি। আমার নতুন ফেসবুক আইডি ইসলাম জেস। ইচ্ছা করে নাম বদল করে ফেসবুকে আইডি খুলেছি, যাতে কেউ হ্যাক করতে না পারে।
এনটিভি অনলাইন : আপনার হ্যাক হওয়া আইডি থেকে ইউটিউব ও অভিনেতা সালমানের সঙ্গে আপনার মেসেঞ্জারের আলাপচারিতার স্ক্রিনশটের ভিডিও প্রকাশ করা হয়েছে। এটা কি সত্য?
জেসিয়া ইসলাম : না। দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। যে হ্যাক করেছে, সে-ই এসব করছে। সালমানের ফেক আইডি থেকে সেই কনভারশেনগুলো লেখা হয়েছে। আমি খুব বিরক্ত।
এনটিভি অনলাইন : সালমানের সঙ্গে এখন আপনার সম্পর্ক কেমন?
জেসিয়া ইসলাম : আমরা খুব ভালো বন্ধু। এখনো আমাদের চমৎকার বন্ধুত্ব আছে।
এনটিভি অনলাইন : এখন আপনি কী চাইছেন?
জেসিয়া ইসলাম : আমি আইনের সহযোগিতা নেব।