স্পর্শীয়ার বাগদান সম্পন্ন

ছোট পর্দার জনপ্রিয় মুখ অর্চিতা স্পর্শীয়া। মডেলিং ও সাবলীল অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করেছেন এই অভিনেত্রী। টানা তিন মাস ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন স্পর্শীয়া।
ব্যস্ততার মধ্যেও দুই মাস আগে স্পর্শীয়া ঘোষণা দিয়েছিলেন, নির্মাতা রাফসান আহসানকে তিনি বিয়ে করবেন। কথা রাখলেন তিনি। গতকাল বুধবার রাজধানীর একটি রেস্টুরেন্টে রাফসান আহসানের সঙ্গে স্পর্শীয়া আংটি বদল করেন।
রাফসানের সঙ্গে স্পর্শীয়ার বন্ধুত্বের সম্পর্ক ছিল। একপর্যায়ে রাফসান স্পর্শীয়াকে প্রেমের প্রস্তাব দেন। স্পর্শীয়াও রাজি হন। এর পর দুই মাস আগে রাফসান আহসানের পরিবার পারিবারিকভাবে স্পর্শীয়ার বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়। আর পারিবারিক সম্মতিতে গতকাল তাঁদের দুজনের আংটি বদল ও বাগদান সম্পন্ন হয়।
এদিকে, আসছে ঈদে বিভিন্ন চ্যানেলে স্পর্শীয়া অভিনীত বেশ কিছু নাটক দেখা যাবে। এর মধ্যে রয়েছে ওয়াহিদ আনাম পরিচালিত টেলিফিল্ম ‘চক্র’, নাজনীন হাসান চুমকী পরিচালিত ‘প্রেম-প্রীতি’ এবং মেহের আফরোজ শাওন পরিচালিত ‘যইতরী’।