হানিমুনে পরিণীতি!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/17/porineeti_chopra.jpg)
ছবি : পরিণীতি চোপড়ার ইন্সটাগ্রাম পেজ থেকে নেওয়া
গেল সেপ্টেম্বর বিয়ে করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি নেতা রাঘব চাড্ডা। আর বিয়ের তিন সপ্তাহের মধ্যে স্বামীকে ফেলে মালদ্বীপের সৈকতে পাড়ি দিয়েছেন পরিণীতি চোপড়া।
তবে কী হানিমুনে এই অভিনেত্রী। কিন্তু না, যে সময় হানিমুন অর্থাৎ মধুচন্দ্রিমায় যাওয়ার কথা সে সময় গার্লস ট্রিপে গিয়েছেন পরিণীতি। সেখানকার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিতে কালো বিকিনি টপে উষ্ণতা ছড়িয়েছেন তিনি।
আর সেই এই খবর নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করে পরিণীতি চোপড়া জানিয়েছেন, এটা আমার হানিমুন নয়। তাঁর ছবি তুলেছেন ননদ। হ্যাঁ, স্বামী নয় ননদের সঙ্গেই এই গার্লস ট্রিপে গিয়েছেন তিনি।
পারিবারিক কিছু কারণবশত এই জুটি এখনও হানিমুনে যাচ্ছেন না।