ম্যানিনজাইটিসের লক্ষণ কী?

ম্যানিনজাইটিস মস্তিষ্কের প্রদাহ। ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণে এটি হতে পারে। ম্যানিনজাইটিসের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৮৮তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ ওয়াহিদুর রহমান। বর্তমানে তিনি ডেল্টা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন মানুষের ম্যানিনজাইটিস হলে তার কী ধরনের লক্ষণ প্রকাশ পায়?
উত্তর : প্রথমে জানতে হবে ম্যানিনজাইটিস এক ধরনের মেডিকেল ইমার্জেন্সি। রোগী যদি ঠিকমতো চিকিৎসকের কাছে আসে, ঠিকমতো রোগ নির্ণয় হয়, ঠিকমতো চিকিৎসা হয়, তাহলে ভালো হয়ে যাবে। আর এর মধ্যে যেকোনো জায়গায় কোনো ফাঁক থাকলে রোগীর জীবনহানি হওয়ার আশঙ্কা। লক্ষণ যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এর মধ্যে প্রথম হলো জ্বর। দ্বিতীয় হলো মাথাব্যথা। তিন নম্বর হলো বমি। এটি খুব একদম গুরুত্বপূর্ণ ব্যাপার। এ ছাড়া ডাক্তার দেখবে ঘাড় শক্ত হয়ে যাচ্ছে কি না। ঘাড় শক্ত হয়ে যাওয়াকে নেক রিজিডিটি বলে। এরপর সে অজ্ঞান হয়ে যেতে পারে। তার জীবনহানি হওয়ারও আশঙ্কা রয়েছে।