চিকেন পক্সের কারণে দাগ হলে কী করবেন

চিকেন পক্স হলে খোঁটাখুঁটি করে চামড়া তুলবেন না। ছবি : সংগৃহীত
চিকেন পক্সের কারণে ত্বকে সৃষ্ট দাগ সৌন্দর্যহানিকর বলে অনেকেই এই বিষয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন।
এসব ক্ষেত্রে কী করবেন :
- এ বিষয়ে তেমন ভয়ের কিছু নেই। কেননা, ছয় মাসের মধ্যে এই দাগ আপনা-আপনিই চলে যায়। তবে রেটিন এ ক্রিম রাতে একদিন পর পর একবার (দিনের আলোতে মাখা নিষেধ) ব্যবহারে উপকার পাবেন। এ ওষুধ ব্যবহারে একটু ঘষঘষে ভাব ও মরা চামড়া ওঠা ভাব দেখা দিতে পারে।
- বসন্তের দাগ বা ক্ষতচিহ্ন বেশি গর্তের সৃষ্টি করলে তা আর দূর করা যায় না। তবে ‘ডার্মা অ্যাব্রেশন’ নামক কসমেটিক সার্জারি করে চিকিৎসা করা যায়। অবশ্য সব ক্ষেত্রে তাতে আশাব্যঞ্জক ফল লাভ করা যায় না।
কী করবেন না :
- খোঁটাখুঁটি করে চামড়া তুলবেন না।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।