‘শিশুর সর্দি-জ্বরে কফ সিরাপ না দেওয়াই ভালো’

সর্দি-জ্বর খুব প্রচলিত সমস্যা। অনেকে এ সময় শিশুকে কফ সিরাপ, অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ খাওয়ান। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এগুলো না দেওয়াই ভালো।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৩৮তম পর্বে কথা বলেছেন ডা. সাইদুর রহমান। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাধারণত সর্দি-জ্বরের ক্ষেত্রে কী করণীয়?
উত্তর : আমাদের দেখতে হবে যে তার গলায় কোনো সংক্রমণ হয়েছে কি না। পরীক্ষা করে আমরা দেখতে পারি টনসিলাইটিস, ফেরিনজাইটিস এগুলো হয়েছে কি না। এরপর কানের পর্দাটা দেখা উচিত বাইরে থেকে। এগুলো দিয়ে যদি দেখা যায় টনসিলাইটিস কিংবা ফেরিনজাইটিস, সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হবে। চিকিৎসা করলে সেটি ভালো হয়ে যাবে। তবে সর্দি, জ্বর ও কাশির জন্য ছোট শিশুদের আসলে কফ সিরাপ, অ্যান্টি হিস্টামিন- এগুলো না দেওয়াই ভালো। কারণ, অ্যান্টি হিস্টামিন দিলে দেখা যায় শ্বাসতন্ত্র শুষ্ক হয়ে যায়। পড়ে একটি খুসখুসে কাশি হয়। এটি সহজে সারতে চায় না।