শিশুদের বেশিরভাগ হৃদরোগ কি জন্মগত হয়?
অনেক শিশুই হৃদরোগের সমস্যায় ভোগে। আর এই হৃদরোগগুলো বেশিরভাগ ক্ষেত্রেই জন্মগত হয়। শিশুদের হৃদরোগের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৬৫তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ রোকনুজ্জামান সেলিম।
ডা. মোহাম্মদ রোকনুজ্জামান সেলিম বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুদের ক্ষেত্রে যে হৃদরোগের সমস্যা হয়, সেগুলো কি বেশিরভাগ ক্ষেত্রে জন্মগতভাবে হয়ে থাকে, নাকি পরে হয়?
উত্তর : আসলে শিশুরা হৃদরোগ সাধারণত মায়ের পেট থেকে নিয়ে আসে। তবে প্রকাশ করে বিভিন্ন সময়ে। যেমন : ট্রান্সপজিশন অব গ্রেট আর্টারিস, এই রোগগুলো সাধারণত জন্মের পরপরই প্রকাশ পায়। আমরা বুঝতে পারি। আর এর চিকিৎসাও খুব প্রাথমিক পর্যায়ে করতে হয়। নিউনেটাল এইজ গ্রুপে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। পক্ষান্তরে এএসডি, ভিএসডি, পিডিএ এবং টেট্রালজি অব ফ্যালো, এগুলো যদিও আগে থেকে হয়, কিন্তু রোগটি প্রকাশ পায় দেরিতে।