শিশুদের হৃদরোগের লক্ষণ কী?

শরীর নীল হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, দুধপানে অসুবিধা হওয়া ইত্যাদি শিশুদের হৃদরোগের লক্ষণ। এ ছাড়া আরো কিছু লক্ষণ রয়েছে।
শিশুদের হৃদরোগের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৬৫তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ রোকনুজ্জামান সেলিম। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুদের হৃদরোগ হলে কী কী উপসর্গ হয়?
উত্তর : যখনই দেখা যাবে, একটি শিশু জন্মের পর পর নীল হয়ে যাচ্ছে অথবা শ্বাসকষ্ট হচ্ছে, অথবা বাচ্চা মায়ের বুকের দুধ খাচ্ছে, খেতে খেতে সে হঠাৎ করে ছেড়ে দিচ্ছে, দুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে, অথবা কেউ যদি কৃত্রিম দুধ খায়, ফিডার বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে সে ঘন ঘন দ্রুত শ্বাস নিচ্ছে। একটু বড় শিশু অথবা ছোট শিশু, ফর্সা একটি শিশু, হঠাৎ করে কান্নার পর তার পুরো মুখ, মুখের চারপাশ, ঠোঁটের চারপাশ, নাকের ডগা, হাতে পায়ের তালু, নীলাভ রং হয়ে যাচ্ছে, বাচ্চা দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে বসে যাচ্ছে। কোনো বাচ্চা খেলছে না। সে হাত-পা গুটিয়ে বসে যাচ্ছে। অন্য বাচ্চারা স্কুলে যাচ্ছে, সে স্কুলে যাওয়ার পথে হাঁপিয়ে যাচ্ছে। এগুলো হলো বাচ্চাদের প্রচলিত অভিযোগ।
আরেকটি জিনিস যেটি, সেটি হলো ঘন ঘন জ্বর ও শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট প্রত্যেক শিশুরই হয়। কিন্তু দেখা গেল, প্রতি মাসে একবার, দুবার এটি নিয়ে প্রকাশ পাচ্ছে।