ত্বকে ছত্রাকের সংক্রমণে যত্রতত্র স্টেরয়েড ব্যবহার নয়
ত্বকে ছত্রাকের সংক্রমণ বেশ প্রচলিত সমস্যা। এ সমস্যা সমাধানে অনেকে নিজে নিজে বা অন্যের পরামর্শ শুনে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করেন। এতে রোগ আরো বাড়ে। তাই এ ধরনের ওষুধ ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩২০তম পর্বে কথা বলেছেন ডা. রেজা বিন জায়েদ। বর্তমানে তিনি স্কিন স্কয়ার চর্মরোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অনেকে দাদ হলে বা ত্বকে ছত্রাকের সংক্রমণ হলে অপচিকিৎসকের কাছে যান। সে ক্ষেত্রে পরামর্শ কী থাকে?
উত্তর : আমি অপচিকিৎসার কথা অত বলব না। আমাদের দেশে সংস্কৃতি অনুযায়ী এভাবেই মানুষ চিকিৎসা করে আসছে। বিশেষ করে ফাঙ্গাসের ক্ষেত্রে আমি অত বলব না। ফাঙ্গাস দেখতে অন্য রকম হয়ে গেছে, অনেকে মনে করে এক্সিমা। স্টেরয়েড নামে এক ধরনের ওষুধ রয়েছে, সেগুলো প্রয়োগ করে। এই স্টেরয়েড প্রয়োগের পরে ফাঙ্গাসটা আরো বেশি বেড়ে যায়। আরো বেশি খারাপ হয়ে যায়। আমি বলব, যত্রতত্র অন্যের উপদেশে এভাবে ওয়েনমেন্ট ব্যবহার না করাই ভালো। সে ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক যেভাবে আমরা চিকিৎসা করি, সেটি করতে অসুবিধা হয়ে যায়।