উচ্চ রক্তচাপে রুটিন চেকআপ কতদিন পর করবেন?

উচ্চ রক্তচাপ হলে নিয়মিত চিকিৎসকের কাছে গিয়ে চেকআপের মধ্যে থাকতে হয়। সাধারণত দুই থেকে তিন মাস পরপর এই চেকআপ করা ভালো।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৮৫তম পর্বে কথা বলেছেন ডা. মুহাম্মদ মাহবুব হোসেন। বর্তমানে তিনি ৩০০ শয্যার হাসপাতাল, নারায়ণগঞ্জের মেডিসিন বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : উচ্চ রক্তচাপের ক্ষেত্রে রুটিন চেকআপ কতদিন পরপর করতে বলেন?
উত্তর : শুরুতে উচ্চ রক্তচাপ নিয়ে আসলে আমরা কয়েকটি পরীক্ষা করিয়ে নেব। এই পরীক্ষাগুলোতে দেখা যাবে, তার অন্য কোনো রোগ রয়েছে কি না। এটা কি প্রাইমারি হাইপারটেনশন, না কি সেকেন্ডারি কোনো কারণে তার ব্লাড প্রেশারটা বেড়ে গেছে। তার কি নীরব ছিল রোগটি? চিকিৎসকের কাছে এসে ধরা পড়েছে?
প্রস্রাবের পরীক্ষা করি। এর মধ্যে গ্লুকোজ দেখতে পারি। প্রোটিন রয়েছে কি না, দেখতে পারি। একটি ইসিজি করে দেখতে পারি, ইসিজিতে কোনো পরিবর্তন রয়েছে কি না। ব্লাড সুগার করে দেখতে পারি। থাইরয়েড হরমোনের পরীক্ষা করে দেখি তার হাইপার থাইরয়েডিজম রয়েছে কি না। ইলেকট্রোলাইটি করি। দেখি তার ছোটবেলা থেকে অন্য কোনো রোগ রয়েছে কি না।
ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হয়ে গেলে তখন আমরা তাকে রুটিন ফলোআপে রেখে দেব। আমরা বলি, আপনারা আসবেন, দুই/ তিন মাস পর পর চিকিৎসককে দেখাবেন, একটি রুটিন চেকআপ করে নেবেন।