পাকস্থলীর ক্যানসার নির্ণয়ে যেসব পরীক্ষা করা হয়

পাকস্থলীর এপিথেলিয়াম লাইনিংয়ে ক্যানসারের বৃদ্ধি হলে একে পাকস্থলীর ক্যানসার বলা হয়। পাকস্থলীর ক্যানসার নির্ণয়ে সাধারণত অ্যান্ডোস্কোপি করা হয়।
পাকস্থলীর ক্যানসার নির্ণয়ের পরীক্ষার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৯৯তম পর্বে কথা বলেছেন ডা. আরমান রেজা চৌধুরী রাকেশ। বর্তমানে তিনি ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতালে অনকোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : পাকস্থলীর ক্যানসার নির্ণয়ে পরীক্ষা কী?
উত্তর : গ্যাস্ট্রোঅ্যান্ট্রোলজিস্টরা যেটা করেন, সেটা হলো একটি অ্যান্ডোস্কোপি। এটি করে তাঁরা দেখার চেষ্টা করেন ভেতরের যে সমস্যাগুলো রয়েছে, তার কারণ কী। দেখা যায়, ভেতরে আলসার রয়েছে। ভেতরে গ্যাস্ট্রাইটিস দেখা যায়। কখনো দেখা যায় ভেতরে একটি টিউমারের মতো দেখা যাচ্ছে। যেটাই থাকুক না কেন, ও রকম যদি মনে হয় যে ক্যানসার হওয়ার আশঙ্কা রয়েছে, একটি টিউমার বা ক্যানসার হতে পারে, তাহলে সেখান থেকে বায়োপসি নেওয়া হয়। সেই বায়োপসি নিয়ে সেখান থেকে মাংস কেটে পরীক্ষা করা হয়।
বায়োপসি প্রমাণ করবে, আসলে এটি ক্যানসার কি ক্যানসার নয়। অ্যান্ডোস্কোপি করে তো দেখাই যাচ্ছে অবস্থাটা কেমন।