শিশুদেরও চুল পড়ে, তবে কেন?

চুল পড়া প্রচলিত সমস্যা। তবে কেবল বড়দেরই নয়, শিশুদেরও চুল পড়ে। তবে এর কারণ কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫২৩তম পর্বে কথা বলেছেন ডা. জাহেদ পারভেজ। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুদের চুল পড়ার সমস্যা কেন হচ্ছে?
উত্তর : এটি বেশির ভাগ ক্ষেত্রে হয়, খাদ্যাভ্যাসের ধরনের কারণে। আমাদের নাগরিক জীবনে দেখা যাচ্ছে দুই থেকে তিন বছরের বাচ্চাদের আমরা ফাস্টফুড সংস্কৃতিতে অভ্যস্ত করছি। আপনি জানেন, ফাস্টফুডে ট্রান্সফ্যাট থাকে। মেটাবলিজম সঠিকভাবে হয় না। এর কারণে শরীরের অনেক অংশে এটি ক্ষতিকর প্রভাব ফেলে। ফাস্টফুড হার্টের তো সমস্যা করেই, পাশাপাশি ত্বক ও চুলের প্রচুর সমস্যা করে থাকে।
আর শিশুদের জীবনযাপনের ক্ষেত্রে না বুঝেই অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করা হচ্ছে। হালকা ধরনের শ্যাম্পুর পরিবর্তে বড়দের অতিরিক্ত সালফেটযুক্ত শ্যাম্পু ব্যবহার করা হচ্ছে। যেই তেলটি ভেজাল, সেটি হয়তো চুলে ব্যবহার করছি। ঠিকমতো ঘুম হচ্ছে না। ভিটামিন ঘাটতি রয়েছে। এসব কারণে শিশুদের চুল পড়তে পারে।