সাবান দিয়ে মুখ ধোয়া কি ঠিক?

অসুস্থ করে দেওয়ার জন্য খুব ছোট ছোট জিনিসই যথেষ্ট। বিশেষ করে ত্বক ও চুলের খুব ছোট বিষয়ই অসুস্থ করে তুলতে পারে। তাই সামান্য মনে হলেও বিষয়গুলোর প্রতি নজর রাখা জরুরি।
এমনই একটি বিষয় হলো মুখে সাবানের ব্যবহার। মুখ ধোয়ার জন্য অনেকেই সাবান ব্যবহার করে থাকেন।
তবে আপনি কি জানেন, সাবান দিয়ে মুখ ধুলে ত্বকের ক্ষতি হয়? বিশেষজ্ঞদের মতে, সাবান দিয়ে মুখ ধুলে ত্বক আর্দ্রতা হারায়। এতে ত্বক ম্লান হয়ে পড়ে এবং শুষ্ক হয়ে যায়।
জীবনধারাবিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাই-এ প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।
ত্বকের কোষকে ক্ষতি করে
সাবানের মধ্যে রয়েছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ। এটি ত্বকের কোষের ক্ষতি করে। বিশেষজ্ঞদের মতে, এটি কেবল শরীরে ব্যবহারের জন্য, মুখে নয়।
ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা কমায়
সাবান ত্বকে ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এতে ব্রণ হওয়ার আশঙ্কা থাকে।
ভিটামিন নষ্ট করে
সাবান ব্যবহার করলে ত্বকের প্রয়োজনীয় ভিটামিন নষ্ট হয়ে যায়। এতে ত্বক অস্বাস্থ্যকর ও ম্লান হয়ে পড়ে।
পিএইচ-এর ভারসাম্য নষ্ট করে
সাবান ত্বকের পিএইচের মাত্রা নষ্ট করে। এতে মুখের ত্বক শুষ্ক হয়ে যায়। অনেক সাবানের মধ্যে ফ্যাটি এসিড রয়েছে। এটি ত্বকের ছিদ্রগুলো বন্ধ করে দেয়। এতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।