ঢেঁকি শাকের স্বাস্থ্য উপকারিতা

বাজারে ছোট ছোট আঁটি বেঁধে বিক্রি হয় ঢেঁকি শাক। এই শাক দামে খুব একটা বেশি নয়। দাম কম হলেও পুষ্টিগুণে কিন্তু ভরপুর এই শাক। ভেষজ গুণে সমৃদ্ধ এমনই কিছু শাক সবজি কিন্তু ওষুধের থেকেও উপকারী। চলুন জেনে নেওয়া যাক ঢেঁকি শাকের স্বাস্থ্য উপকারিতা।
– ঢেঁকি শাকে রয়েছে প্রচুর পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। নিয়মিত খেলে হৃদযন্ত্রের কার্যক্ষমতা ভালো থাকে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়।
– এই শাকে থাকা ভিটামিন ‘সি’ ত্বকের নিচে রক্ত চলাচল বাড়ায়। ফলে কোলাজেন প্রোটিন উৎপাদন বেড়ে গিয়ে ত্বক হয় উজ্জ্বল, মসৃণ ও প্রাণবন্ত।
– ঢেঁকি শাক অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর। এটি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে।
– ঢেঁকি শাক ফাইবারসমৃদ্ধ, যা হজমে সহায়ক এনজাইমের ক্ষরণ বাড়ায়। ফলে খাবার হজম সহজ হয় এবং পেট থাকে আরামদায়ক।
– শাকটিতে থাকা ফাইবার রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ করে বাড়তে দেয় না, যা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী।