টোকিও অলিম্পিক
সাঁতারে যুক্তরাষ্ট্রের দাপট
ছেলেদের ৮০০ মিটার ফ্রি-স্টাইলের লড়াইয়ে আলো ছড়ালেন যুক্তরাষ্ট্রের সাঁতারু রবার্ট ফিঙ্ক। এই বিভাগের স্বর্ণ উঠেছে তাঁর ঝুলিতে।
আজ বৃহস্পতিবার টোকিও অ্যাকুয়াটিস সেন্টারে ছেলেদের ৮০০ মিটার ফ্রি-স্টাইলে ৭ মিনিট ৪১ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ফ্রিঙ্ক। ২৪ সেকেন্ড সময় পিছিয়ে থেকে রুপা জিতেছেন ইতালির গ্রেগোরি পালত্রিনিয়েরি।
৭ মিনিট ৪২ দশমিক ৩৩ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ জিতেছেন রোমানচুক। অবশ্য হিটে রেকর্ড গড়েছেন তিনিই। হিটে ৭ মিনিট ৪১ দশমিক ২৮ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক রেকর্ড গড়ে সেরা হয়েছিলেন রোমানচুক।
একইভাবে ছেলেদের ১০০ মিটার ফ্রি-স্টাইলেও স্বর্ণ গিয়েছে যুক্তরাষ্ট্রে। ১০০ মিটারে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের ড্রেসেল। এটাই তাঁর প্রথম ব্যক্তিগত সোনার পদক। এই বিভাগে রুপা জিতেছেন কাইল চার্লমেয়ার্স। ব্রোঞ্জ জিতেছেন রাশিয়ার ক্লাইমিন্ট।