উইম্বলডনের শেষ চারে জকোভিচ
ম্যাচটা নোভাক জকোভিচের জন্য এমনিতেই বিশেষ উপলক্ষ ছিল। অল ইংল্যান্ড ক্লাবে গতকাল বুধবার (১১ জুলাই) গ্র্যান্ডস্লাম ক্যারিয়ারের ৪০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন দ্বিতীয় বাছাই জকোভিচ। এমন উপলক্ষ জয় দিয়েই রাঙালেন তিনি। রাশিয়ান টেনিস তারকা আন্দ্রে রুবেলভের কাছে প্রথম সেটে হেরেও ফিরে আসেন। ৪-৬, ৬-১, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠেন জকোভিচ।
৪-৪ এ সমতা থাকা প্রথম সেটে ম্যাচের প্রথম ব্রেক থ্রু নেন রুবেলভ। সেখান থেকে প্রথম সেট জিতে নেন ২৫ বছর বয়সী রুশ তারকা। কিন্তু, নিজের প্রিয় ঘাসের কোর্টে ম্যাচে ফিরতে সময় নেননি ৩৬ বছর বয়সী সার্বিয়ান তারকা জকোভিচ। দ্বিতীয় সেটে পাত্তাই পাননি রুবেলভ। পরের দুই সেটেও তাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন জকোভিচ।
উইম্বলডনে এটি জকোভিচের টানা ৩৩তম জয়। সর্বশেষ চারবারের সবগুলোতেই শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে তার মাথায়। ২৩টি গ্র্যান্ডস্লাম জেতা জকোভিচের উইম্বলডন শিরোপা সংখ্যা সাতটি। সামনে আছেন কেবল আরেক কিংবদন্তি রজার ফেদেরার। টেনিসের সবচেয়ে পুরোনো এই গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে ফেদেরার শিরোপা জিতেছেন আটবার।
আগামী শুক্রবার সেমিফাইনালে অষ্টম বাছাই ইতালির জ্যানিক সিনারের মুখোমুখি হবেন জকোভিচ। ২১ বছর বয়সী সিনার এবারই প্রথম কোনো গ্র্যান্ডস্লামের শেষ চারে উঠলেন।