কোন ভুলে বাদ পড়ল খুলনা, জানালেন মিরাজ
এভাবে শেষ বলে গিয়ে হারতে হবে, তা হয়তো স্বপ্নেও ভাবেনি খুলনা টাইগার্স। নিশ্চিত জেতা ম্যাচে ২ উইকেটে হেরে বিপিএলের কোয়ালিফায়ার থেকেই বিদায় নিতে হলো মিরাজের দলকে। নিয়ন্ত্রণে থাকা ম্যাচ ফসকে যাওয়ার কারণ কী, ম্যাচশেষে সেটাই জানালেন অধিনায়ক মিরাজ।
শেষ ৩ ওভারে চিটাগংয়ের দরকার ছিল ৩৪ রান। ১৮তম ওভারে বোলিংয়ে এসে আলিস আল ইসলামের কাছে একটি ছক্কা ও চার হজম করেন হোল্ডার, ম্যাচটা ওখানেই ছুটে গেছে বলে মনে করেন মিরাজ। ওভারে খরচ হয় ১৩ রান।
এই প্রসঙ্গে মিরাজ বলেন, ‘পরিকল্পনা যেটা ছিল, হোল্ডার এর আগে যে বোলিংটা করেছে; আমাদের ১৪ বলে রান লাগত ৩২। ওখানে এক বলে একটা ছক্কা, একটা চার খেয়েছে। ওখানেই ম্যাচটা ছুটে গেছে। একজন অভিজ্ঞ বোলারকে ওই মুহূর্তে যদি বোলাররা ৬, ৪ মেরে দেয়, তাহলে তো এটা আমাদের দলের জন্য কঠিন।’
মিরাজ আরও যোগ করেন, ‘হাসান বেশি ভালো বল করেছে বলে শেষ ওভারে ১৫-তে গেছে। ওখান থেকে যদি মুশফিককে করাতাম, তাহলে শেষ ওভারে তো আবার এ রকম ১০-১২ লাগত। এ জন্য আমি আত্মবিশ্বাস পাচ্ছিলাম না, কারণ ওই দুটা বল যেভাবে করেছে, যেখানে করেছে হোল্ডার; অন্তত মুশফিক তো শেষ দুইটা ওভার খুবই ভালো করেছে। ওদের যে ভাইটাল ব্যাটসম্যান, তার উইকেটটা নিয়েছে। এ চিন্তা করে ওকে দিয়েছি।’
১৬৪ রান তাড়ায় ১৩০ রানে ৭ উইকেট হারানো চিটাগং ম্যাচ জিতে গেছে আরাফাত সানি ও আলিস আল ইসলামের ব্যাটে চড়ে। এমন কিছুর ভয়টা বেশ আগে নাকি ছিল মিরাজের মনে। এই বিষয়ে তিনি বলেন, ‘আমার মনে হচ্ছিল যে, যেকোনো সময় একটা না একটা কিছু অঘটন ঘটে যাবে। সেই ভয়ই আমার মনকে পুরোপুরি ঘিরে ধরেছিল।’