এক সিনেমায় ১৫ কোটি নিচ্ছেন রাজকুমার!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/27/176305917_476733013747752_5252441536633603187_n_0.jpg)
হালে বলিউডে ভিন্ন ঘরানার সিনেমায় অভিনয়ের জন্য সুপরিচিত রাজকুমার রাও। গল্পনির্ভর সিনেমায় অভিনয় করে অসংখ্য দর্শকের মন জয় করেছেন তিনি। এবার খবর, একটি নেটফ্লিক্স সিনেমার জন্য রাজকুমার রাও ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন, যদিও এ খবর নিশ্চিত করেননি অভিনেতা।
চলতি মাসে বলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামা প্রতিবেদনে জানিয়েছিল, শ্রীরাম রাঘবনের প্রযোজনা ‘মণিকা, ও মাই ডার্লিং’ সিনেমায় অভিনয় করতে চলেছেন রাজকুমার রাও ও হুমা কুরেশি, যেটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। এবার বিনোদনভিত্তিক পোর্টালটির খবর, একের পর এক সিনেমার সাফল্যের পর নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন রাজকুমার।
যদি পোর্টালটির সূত্রের খবর সত্য হয়, তবে ওই সিনেমার জন্য রাজকুমার রাও পারিশ্রমিক নিচ্ছেন ১৫ কোটি রুপি!
সূত্রটি পোর্টালটিকে জানিয়েছে, ২০১০ সালে অভিষেকের পর রাজকুমার রাও দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। শুধু দর্শক নয়, সমালোচকমহলেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। রাজকুমারের সাম্প্রতিক সিনেমা ‘রুহি’ ও ‘দ্য হোয়াইট টাইগার’ বেশ প্রশংসা কুড়িয়েছে। রাজকুমার তাঁর পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন এবং ‘মণিকা, ওহ মাই ডার্লিং’ সিনেমার জন্য চাইছেন ১৫ কোটি রুপি।
যদিও রাজকুমার রাও এ খবর নিশ্চিত করেননি। যা হোক, রাজকুমারের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে ‘হাম দো হামারে দো’ ও ‘বাধাই দো’ উল্লেখযোগ্য।