বাংলাদেশ ভুলে গেছে এটা টেস্ট ম্যাচ : গাভাস্কার
সুযোগ ছিল ম্যাচ অন্তত ড্র করার। বাংলাদেশ সেটি হেলায় হারিয়েছে। উল্টো, কানপুর টেস্টে ভারতের বিপক্ষে হারতে হয়েছে বাজেভাবে। পুরো সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ে হতশ্রী চেহারা চোখ এড়ায়নি কারও। ম্যাচ শেষে গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ কোচ ও অধিনায়ক স্বীকার করে নিয়েছেন ব্যাটিং ব্যর্থতার কথা।
ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারের কাছে তো মনে হয়েছে, বাংলাদেশ ভুলেই গিয়েছে এটি যে টেস্ট ম্যাচ! ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন আজ এমন প্রতিবেদনই প্রকাশ করেছে। যাতে গাভাস্কার জানান, বিশেষত টেস্টের শেষ দিনে এমন ব্যাটিং তাকে হতাশ করেছে।
গাভাস্কার বলেন, ‘বাংলাদেশের হাতে সময় ছিল। আর যেহেতু শেষ দিন, তাদের আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। নাজমুল হোসেন শান্তর কিছু শট দেখতে ভালো লাগত, যদি সেসব ব্যাটে-বলে মিলত। যখন তা হয়নি, আমার মনে হয়েছে, ওরা কী করতে চাচ্ছে? ফিফটির পর সাদমানের উচিত ছিল আরও ধৈর্য নিয়ে খেলা। ফিফটিকে সেঞ্চুরির দিকে নিয়ে যাওয়া। এক পর্যায়ে বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়েছে, তারা ভুলে গেছে যে টেস্ট ম্যাচ খেলছে।’
বাজে ব্যাটিংয়ের খেসারত দিতে হয়েছে সিরিজ হেরে। দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ বল হাতে যতটা ভালো ছিল, ব্যাটিংয়ে ততটাই খারাপ করেছে। বিপদের সময় হাল ধরার মানসিকতা যেন কারো মধ্যেই ছিল না।