এনটিভি নিজস্ব ঐতিহ্য ও স্বকীয়তা ধরে রেখেছে : মির্জা ফখরুল
গণমাধ্যম দুনিয়ায় ২০০৩ সালের ৩ জুলাই পদার্পণ জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির। দেখতে দেখতে এখন দেড় যুগ পেরিয়ে উনিশে পদার্পণ তরুণপ্রাণ প্রতিষ্ঠানটির।
১৮ বছর পূর্তির এই শুভক্ষণে দর্শক-শ্রোতা ও পাঠকের ভালোবাসাই প্রমাণ করে, সঠিক পথেই আছে এনটিভি। দলীয় দৃষ্টিভঙ্গি ঠাঁই না দিয়ে, নিরপেক্ষতা বজায় রেখে ও সঠিক তথ্য সরবরাহে দৃঢ়প্রত্যয় এনটিভির।
আজ ৩ জুলাই, শনিবার এনটিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই দীর্ঘ ১৮ বছরে এনটিভি বাংলাদেশের দর্শক-শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ইলেকট্রনিক চ্যানেলে পরিণত হয়েছে। অনেক চড়াই-উতরাই পার হয়ে, অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও এনটিভি যে তাদের নিজস্ব ঐতিহ্য, তাদের যে স্বকীয়তা, সেটাকে তারা ধরে রেখেছে। বিশেষ করে তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা ও একই সঙ্গে তাদের বিভিন্ন শিক্ষনীয় যে সমস্ত অনুষ্ঠান রয়েছে, সেগুলো দর্শকদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘আমি প্রত্যাশা করছি, এনটিভি তাদের ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হবে এবং বাংলাদেশে গণতন্ত্রের যে সংগ্রাম, সেই সংগ্রামে তারা তাদের ভূমিকা পালন করবে ইতিবাচক ভাবে।’