লজ্জা কাটিয়ে রোহিতদের ছন্দে ফেরার কৌশল বলে দিলেন গাভাস্কার
অ্যাডিলেড টেস্টে লজ্জায় ডুবেছে ভারত। অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। ভারতের এই হারে পাঁচ ম্যাচের সিরিজে এখন চলছে ১-১ সমতা। সিরিজে এখনও বাকি তিন ম্যাচ। ওই তিন ম্যাচই গড়ে দেবে সিরিজের ভাগ্য।
ওই তিন ম্যাচের লড়াই শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলকে পরামর্শ দিলেন সাবেক কিংবদন্তি সুনীল গাভাস্কার।
সামনের তিন ম্যাচকে নিয়ে গাভাস্কার বলেছেন, ‘ভুলে যাও পাঁচ টেস্টের সিরিজ় খেলতে এসেছো। আর তিনটি টেস্ট বাকি। তাই ভারতকে সেটা ধরেই এগোতে হবে। এই তিনটে টেস্ট জিততেই হবে। তবে তার জন্য দরকার কঠোর পরিশ্রম।’
সাবেক এই তারকা আরও বলেছেন. ‘তিন দিনের মধ্যে খেলা শেষ হয়ে গিয়েছে। ফলে অতিরিক্ত দু’দিন অনুশীলনের সময় পাওয়া গিয়েছে। এখন রোহিত, বিরাটদের উচিত হোটেলের ঘরে বসে না থেকে অনুশীলন করা। পরের টেস্টের জন্য নিজেদের তৈরি করা। এখানে তো সকলে ক্রিকেট খেলতে এসেছে। ঘুরতে বা হোটেলে বসে থাকতে তো আসেনি। তা হলে সেটাই মন দিয়ে করতে হবে। সারা দিন তো অনুশীলন করতে বলছি না। একটা সময় বাছাই করতে হবে। টেস্ট যদি পাঁচ দিন চলত তা হলে তো সকলকে খেলতে হত। সেটাই ওদের ভাবতে হবে। দলের ব্যাটাররা রান পাচ্ছে না। বোলাররা উইকেট পাচ্ছে না। ছন্দে ফিরতে হলে অনুশীলন ছাড়া কোনও বিকল্প নেই।’
আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে এই সিরিজের তৃতীয় টেস্ট। ব্রিজবেনে ভারত-অস্ট্রেলিয়া দুদলই মাঠে নামবে সিরিজে এগিয়ে যাওয়ার মিশনে।